• Accident : রুদ্রপ্রয়াগে খাদে গাড়ি, মৃত ১৩
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার রেইনটোলির কাছে বদ্রীনাথ জাতীয় সড়কে যাত্রীবাহী একটি গাড়ি খাদে পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত সাতজনকে হেলিকপ্টারে করে ঋষিকেশের এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর সাত জন। ঐ গাড়িটিতে ২৬ জন পর্যটক ছিলেন বলে খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যপাল গুরমিত সিং, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
  • Link to this news (আজকাল)