• সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ শুরু
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : সিকিমে রবিবার থেকে আটকে থাকা পর্যটকদের উদ্ধার শুরু করতে চলেছে সিকিম সরকার। শুক্রবার থেকেই রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা ভারতীয় বায়ুসেনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। খারাপ আবহাওয়ার কারণে গত দুদিন আকাশপথে পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়নি। তবে রবিবার থেকে আকাশপথের পাশাপাশি সড়কপথেও পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু হবে।উত্তর সিকিমের লাচুং-এ ১২০০ পর্যটক আটকে রয়েছে। তাদের মধ্যে ৭০০ পর্যটক এরাজ্যের বলে জানা গেছে। লাচুং এবং মঙ্গোনের মাঝে সাঙ্কালান সেতু ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গোটা উদ্ধার প্রক্রিয়া তদরকি করবেন পর্যটন মন্ত্রী শেরিং থেন্ডুপ ভুটিয়া।সিকিম সরকার জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবারকে এককালীন চার লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হবে।
  • Link to this news (আজকাল)