আজকাল ওয়েবডেস্ক: ১৮ কাঠা জমির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে খুন হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার লোকাইপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম বাদাম মণ্ডল( ২৮)। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, 'ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। তবে খুনের ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে সুতি থানার পুলিশ দেহটি জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।' স্থানীয় সূত্রে জানা গেছে -সুতির লোকাইপুর গ্রামের বাসিন্দা রমেন মণ্ডল এবং তার ভাই স্বপন মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে ১৮ কাঠা জমির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ ছিল। শনিবার বিকালে সেই বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ সেই সময় হঠাৎই রমেন এবং তার এক ছেলে নিম্ফল, স্বপনের ছেলে বাদামকে আক্রমণ করে। বেধড়ক মারধরের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। মৃত ওই যুবকের মা গায়ত্রী মণ্ডল বলেন, 'আমার ভাসুর রমেন মণ্ডল পারিবারিক ১৮ কাঠা জমি সমান ভাগ করতে রাজি ছিলেন না। তিনি ওই জমির বেশিরভাগ অংশ দাবি করতেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। গতকাল সন্ধে নাগাদ বিবাদ চলার সময় আমার ছেলে বাড়ির সামনে বসেছিলেন। হঠাৎ সেই সময় রমেন মণ্ডল এবং তাঁর দুই ছেলে আমার ছেলে বাদামকে শাবল এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা শুরু করেন। আমি ছেলেকে বাঁচাতে গেলে আমাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয় আমার ছেলের।'