চিকিৎসায় ভবিষ্যতে গেম চেঞ্জার হতে পারে পিআরপি থেরাপি, কলকাতা মেডিক্যাল কলেজে হল কর্মশালা...
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসা শাস্ত্রে ভবিষ্যতে 'গেম চেঞ্জার' হয়ে উঠতে পারে 'প্লেটলেট রিচ প্লাজমা' বা পিআরপি-র ব্যবহার। ম্যাজিকের মতো কাজ করতে পারে চুল পড়া, গাঁটের ব্যাথা, স্পোর্টস ইনজুরি, ইউরোলজি-সহ একাধিক ক্ষেত্রে। বিদেশে শুরু হয়ে গিয়েছে এর ব্যবহার। এদেশে বেসরকারি ক্ষেত্রে এর ব্যবহার শুরু হলেও ব্যাপকভাবে সরকারি হাসপাতালে এখনও সেভাবে শুরু হয়নি নতুন ধারার এই চিকিৎসা পদ্ধতি। কীভাবে একে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা আরও কোন কোন ক্ষেত্রে এই চিকিৎসা ব্যবস্থা কাজে লাগে তা নিয়ে একটি ওয়ার্কশপ বা কর্মশালা হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে। হাসপাতালের ইউরোলজি বিভাগ, ইমিয়ুনোহেমাটোলজি এবং জেরিয়াট্রিকস বিভাগের যৌথ উদ্যোগে গত শুক্রবার এই কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস।গোটা দেশে এই ধরনের কর্মশালা প্রথম বলে ইউরোলজির বিভাগীয় প্রধান ডা.সুনির্মল চৌধুরী বলেন, 'আমাদের দেশে বিষয়টি ধীরে ধীরে ব্যবহার শুরু হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা কিছুটা ব্যয়বহুল হলেও সরকারি ক্ষেত্রে যখন এর ব্যবহার বাড়বে তখন সম্পূর্ণ বিনা পয়সায় একজন রোগী তাঁর প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা পাবেন। কীভাবে এই চিকিৎসাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সম্পূর্ণ খুঁটিনাটি দিকগুলি দেখতেই আমরা আমাদের কলেজে এই কর্মশালার আয়োজন করেছি। আমাদের অধ্যক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ এই চিকিৎসা যাতে আমরা ব্যাপকভাবে এখানে শুরু করে দিতে পারি সেবিষয়ে উৎসাহিত করেছেন। ভবিষ্যতে শারীরিক বিভিন্ন সমস্যায় এটা হয়ে উঠতে পারে 'গেম চেঞ্জার'।' ইমিয়ুনোহেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা.প্রসূন ভট্টাচার্য এবং জেরিয়াট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান ডা.অরুণাংশু তালুকদার ছাড়াও কর্মশালায় ছিলেন এসএসকেএম হাসপাতালের ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস মেডিসিন-এর অধ্যাপক ডা. রাজেশ প্রামাণিক। ছিলেন অস্থিরোগের চিকিৎসক ডা. স্বর্ণেন্দু সামন্ত ও চর্মরোগ চিকিৎসক ডা. অভিষেক দে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ৬০ জন প্রতিনিধি যোগ দেন।