• শহরজুড়ে দুর্গাপূজার প্রস্তুতি, সারমেয়দের উপস্থিতিতে হল খুঁটি পুজো...
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • তীর্থঙ্কর দাস: গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব সমাপ্ত। শুরু দুর্গাপূজার প্রস্তুতি। শহরের সমস্ত পুজো উদ্যোক্তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে ২০২৪ সালের দুর্গাপুজোর । শুক্রবার হয়ে গেল সুব্রত মুখার্জির একডালিয়া এভারগ্রীন ক্লাবের খুঁটি পুজো। রবিবার দক্ষিণ কলকাতার ৭১ পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হল। মহিলা পরিচালিত এই পুজো পা দিল ৫৮ বছরে। সারমেয়দের উপস্থিতিতে হল খুঁটিপুজো। ৭১ পল্লী বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সহ-সচিব প্রিয়দর্শিনী সরকার জানালেন, 'সারমেয়রাও আমাদের জীবনের একটি অংশ। তাই তাদেরকে দিয়েই পুজোর শুভারম্ভ করানো'। ২০২৪ সালে ৭১ পল্লীর ভাবনা 'অন্দরে অন্দরে'। অন্যদিকে বেহালা ক্লাব দুর্গোৎসব কমিটি পা দিল ৮০ বছরে। রবিবার খুঁটি পুজো সেরে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করে দিল তারাও।
  • Link to this news (আজকাল)