• Kolkata: গঙ্গায় তলিয়ে গেল গাড়ি, নিমতলা ঘাটে অল্পের জন্য প্রাণরক্ষা কিশোরের ...
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভোরে গঙ্গার ঘাটে পুজো দিতে গিয়ে বিপত্তি। নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল আস্ত স্করপিও গাড়ি। অল্পের জন্য প্রাণরক্ষা হল কিশোরের। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিল দক্ষিণ কলকাতার আনন্দপুরের এক পরিবার। গাড়িটি ঘাটে রেখে, কিশোর বাদে সকলে নেমে পড়েন। গিয়ার চেঞ্জ করার সময় গাড়িটি গড়িয়ে পড়ে গঙ্গায়। স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। কোনও মতে কিশোরকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন তাঁরা। ততক্ষণে গাড়িটি তলিয়ে যায়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ। বড় ক্রেন নিয়ে আসা হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীও উপস্থিত ছিল। আনুমানিক প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গা বক্ষ থেকে তোলা সম্ভব হয়েছে।
  • Link to this news (আজকাল)