Abhishek Banerjee: হাসপাতালে ভর্তি অভিষেক ব্যানার্জি, আজ অস্ত্রোপচার
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে ভর্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার সকালে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। আজ বেলায় তাঁর শরীরে ছোট অস্ত্রোপচার হবে। তবে এবার চোখে নয়। সূত্রের খবর, অভিষেকের পেটে অস্ত্রোপচার হবে। আজ সকালে হাসপাতালে ভর্তির পরেই অভিষেকের পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই স্পেশাল মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজই ছোট অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিষেক। চলতি সপ্তাহে বুধবারেই রাজনীতি থেকে সাময়িক বিরতির ঘোষণা করেছিলেন অভিষেক। জানিয়েছিলেন, চিকিৎসার কারণে সংগঠনের কাজ থেকে ছোট বিরতি নিচ্ছেন। তবে তাঁর শারীরিক অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানানি। রবিবার জানা গেল, অস্ত্রোপচারের কারণেই অভিষেক এই সিদ্ধান্ত নিয়েছেন।