Kolkata: সাতসকালে শহরে বাইক দুর্ঘটনা, মৃত উচ্চ মাধ্যমিক পড়ুয়া
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রবিবার সাতসকালে বাইক দুর্ঘটনা খাস কলকাতায়। প্রাণ হারালেন এক উচ্চ মাধ্যমিক পড়ুয়া। মৃতের নাম, আকাশ মাকাল। ১৮ বছরের যুবক পাটুলির বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক থানা এলাকায়। দক্ষিণ কলকাতার রবি ঠাকুরের মোড় থেকে গড়িয়ার দিকে যাওয়ার পথে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সজোরে ধাক্কা মারেন গার্ডরেলে। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। ইতিমধ্যেই সেটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মৃত চালক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।