• তীব্র জলসংকট রাজধানীতে, দিল্লি জল বোর্ডের অফিসে ভাঙচুর...
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই জলের সংকট দেশের রাজধানীতে। রাজনৈতিক দলগুলির আলোচনা, আদালতের নির্দেশ, সবকিছুর পরেও সমস্যা মিটছে না কিছুতেই। এর আগে জেলে গিয়ে সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে আলোচনা করেছিলেন মন্ত্রী অতীশি। রবিবার পুলিশ কমিশনার সঞ্জয় আরোরাকে চিঠি দিয়েছেন। তাতে মন্ত্রী জানিয়েছেন, আগামী ১৫ দিন বিশেষ নজরদারি থাকুক দিল্লির প্রধান জলের পাইপলাইনের উপর। যাতে জল নিয়ে কেউ জালিয়াতি, কালোবাজারি না করতে পারে। এসবের মাঝেই জানা গিয়েছে, দিল্লি জল বোর্ডের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ডিজেবির অফিসের ভাঙা জানলা। দিল্লির শাসক দল, আম আদমি পার্টি অপর একটি ভিডিও শেয়ার করে দপ্তর ভাঙচুরের কথা জানিয়েছে। আপের নিশানায় গেরুয়া শিবির। সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আপ লিখেছে, 'দেখুন কিভাবে বিজেপির কর্মীরা বিজেপি জিন্দাবাদ স্লোগান দিতে দিতে দিল্লি জল বোর্ডের দপ্তর ভাঙচুর করছে।' বিজেপি নেতা রমেশ বিধুরী আবার বিজেপির নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে, মানুষ রেগে গেলে যা খুশি করতে পারে। যাঁরা সকলকে নিয়ন্ত্রণ করেছেন, সেই বিজেপি কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতে জল নেওয়াকে কেন্দ্র করেও রবিবার উত্তেজনা ছড়িয়েছে দ্বারকায়। একটি সাধারণ কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয় বলে খবর স্থানীয় সূত্রে। ঘটনায় আহত ৩ জনকে ইন্দিরা গান্ধী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপি সাংসদ হর্ষ মালহোত্রার মতে, দিল্লি সরকার দিল্লির বাসিন্দাদের জন্য পর্যাপ্ত জল পাচ্ছে। তাঁর অভিযোগ, পর্যাপ্ত জল পাওয়ার পরেও এই পরিস্থিতির কারণ আপ সরকারের দুর্নীতি, পরিকল্পনাহীনতা এবং কর্মহীনতা। যদিও মন্ত্রী অতীশি জানিয়েছেন, জেল থেকেই অরবিন্দ কেজরিওয়াল নির্দেশ দিয়েছেন, দ্রুত সমস্যা সমাধানের জন্য।
  • Link to this news (আজকাল)