আজকাল ওয়েবডেস্ক : ইন্দিরা গান্ধী প্রসঙ্গে তাঁর মন্তব্যে ভুল বোঝা হয়েছে। ইন্দিরা গান্ধীকে মাদার ইন্ডিয়া বলে সম্বোধন করার পরে এই ভাবেই পাল্টা জবাব দিলেন বিজেপির নেতা সুরেশ গোপী। তিনি বলেন যদি মিডিয়া তাঁর কথার ভুল হিসাব খোঁজে তাহলে তাঁর কিছুই করার নেই। তবে অন্য দলের নেত্রীকে ছোটো করার পক্ষপাতী তিনি নন। বিজেপি একটি সংগঠিত দল। তৃতীয়বার সরকার তৈরি করার পর এমন অনেক কথা উঠতে পারে এই নিয়ে চিন্তার কিছুই নেই। তিনি বলেন, কে করুণানিধি কেরালাতে কংগ্রেসের পিতা। আর ইন্দিরা গান্ধী ছিলেন গোটা দেশে কংগ্রেসের মাতা। এই নিয়ে বিতর্ক করার কিছু নেই। প্রসঙ্গত, এবার লোকসভা ভোটে ত্রিশুর থেকে বিরাট ভোটে জিতেছেন সুরেশ গোপী।