Reservation For Transgenders: তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ...
আজকাল | ১৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সংরক্ষণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিবকে। নির্দেশে বলা হয়েছে, রাজ্যের সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য ১ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সূত্রের খবর জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকের এক চাকরিপ্রার্থী, তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির দায়ের করা মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। অভিযোগ, তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ার কারণে দুবার টেট পাশ করার পরেও, বারবার অপদস্থ হতে হয়েছে তাঁকে। কাউন্সেলিংয়ের জন্য ডাকাও হয়নি। পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের পর, সরকারের পাশাপশি আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকেও জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এর আগেই দেশের শীর্ষ আদালত নালসা রায়ে জানিয়েছিল, দেশে সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।