আজকাল ওয়েবডেস্ক: স্টেশনের কাছে পার্কিং জোন ঘিরে ধুন্ধুমার শালিমার এলাকা। শালিমার স্টেশনের পাশে পার্কিং এলাকা কার দখলে থাকবে তা নিয়ে রবিবার দুপুরে দুই শিবিরের মধ্যে অশান্তি বাধে। ঘটনাস্থলে পুলিশ এলেও বাহিনীর সামনেই বাড়ি, গাড়ি ও বাইক চলে। অভিযোগ, ঘরে ঢুকে মহিলাদের মারধর করা হয়। বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ ছাড়াও ব়্যাফ মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শনিবার এলাকার এক টোটো চালককে বেধড়ক মারধর করা হয়। তার জেরে রবিবার এলাকায় বিক্ষোভ চলে। অশান্তির জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দফায় দফায় টহল দিচ্ছে পুলিশ, ব়্যাফ।