• Murshidabad: মুর্শিদাবাদের গ্রামে শিয়ালের হানা, মৃত এক শিশু
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শিয়ালের হানায় মৃত্যু হল এক বছর দেড়েকের শিশুর। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত উমরাপুর গ্রাম পঞ্চায়েতের বাহাগলপুর গ্রামে। শিয়ালের হানায় শিশু মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে তৎপরতা। ওই গ্রামে বসবাসকারী শিয়ালের দলকে ধরার জন্য এলাকায় যাচ্ছেন বনদপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে -শনিবার রাত সাড়ে আটটা নাগাদ সানুফা খাতুন নামে বছর দেড়েকের ওই নাবালিকা নিজের মা-র, তাসবীরা বিবি, সাথে ঘরে শুয়েছিল। সেই সময় হঠাৎই একটি পূর্ণবয়স্ক শিয়াল ঘরে ঢুকে কিছু বোঝার আগে সানুফার গলা ধরে তাকে টেনে নিয়ে চলে যায়। বাড়ির লোকের বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে ফিডার ক্যানেলের নদীর ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সানুফাকে মৃত বলে ঘোষণা করেন। সুতি-২ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তথা স্থানীয় বাসিন্দা আখতারুল হক বলেন," গত প্রায় দেড় মাস ধরে এই এলাকাতে শিয়ালের উৎপাত প্রচন্ড বেড়ে গেছে। এই সময়ের মধ্যে কমপক্ষে ছ'জন শিশু শিয়ালের হানায় জখম হয়েছে। যদিও তারা মহেশাইল হাসপাতালে চিকিৎসার পর সুস্থ রয়েছে।"তিনি বলেন, "শিয়ালের অত্যাচারে দিনের বেলাতেও গ্রামবাসীরা ঘর বন্ধ করে থাকছেন। রাত হলেই শিয়ালগুলো দল বেঁধে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ছে এবং বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে। গতকাল রাতে ওই শিশুটি ফিডার ক্যানেলের কাছে নিজের বাড়িতে মায়ের সাথে ঘরের মধ্যেই ছিল। কেউ কিছু বোঝার আগে একটি শিয়াল ঘরে ঢুকে শিশুটিকে মুখে করে টেনে নিয়ে যায়।" আখতারুল জানিয়েছেন, "ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। মালদা থেকে বনদপ্তরের একটি দল আজই গ্রামে আসবে। কিভাবে গ্রাম থেকে শিয়ালের দলকে তাড়ানো যায় সেই বিষয়ে আজই ব্যবস্থা নেওয়া হবে।"
  • Link to this news (আজকাল)