• Suvendu Adhikari: বুধবার থেকে রাজভবনের সামনে ধর্নায় বসার পরিকল্পনা শুভেন্দুর...
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পুনরায় রাজভবনের অনুমতি পেয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধে ৬টা নাগাদ কর্মীদের নিয়ে রাজভবনে পৌঁছন তিনি। রাজ্যপালের উপস্থিতিতে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। ঘরছাড়া, আক্রান্ত কর্মীদের পরিসংখ্যান উল্লেখ করে অন্তত দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি জানান বিজেপি নেতা। বৃহস্পতিবারের বাধার প্রসঙ্গ উঠে আসে রাজ্যপালের কথায়। বিজেপি কর্মীদের উপস্থিতিতে বললেন, 'আমরা বাংলাকে হিংসা মুক্ত করব। হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসঙ্গে। শেষ পর্যন্ত লড়াই লড়ব।' রাজভবন থেকে বেরিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যপালকে তিনি জানিয়েছেন, রাজ্যে ভোটের নামে প্রহসন হয়েছে। শুভেন্দু দাবি জানিয়েছেন, সকল ঘরছাড়াদের নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে দিতে হবে। আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দিতে হবে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে দুর্গাপুজো পর্যন্ত এবং রাজ্যপালের পক্ষে সম্ভব হলে, যেন তিনি সরেজমিনে ঘুরে দেখেন এলাকা। শুভেন্দু অধিকারী একই সঙ্গে জানান, ১৯ তারিখ রাজভবনের সামনে বিকেল ৪টা থেকে ধর্নায় বসবে বিজেপি। বিজেপি নেতা জানান, ঠিক যে জায়গায় ধর্নায় বসেছিলেন অভিষেক, সেখানেই ধর্নায় বসতে চেয়ে তিনি বিনীত গোয়েলের কাছে আবেদন জানিয়েছেন। যদিও এখনও জবাব মেলেনি। পুনরায় মঙ্গলবার তিনি মেল পাঠাবেন। জবাব না মিললেও তিনি যেভাবেই হোক অনুমতি আদায় করে ধর্নায় বসবেন বলেও জানান রাজ্যের বিরোধী দলনেতা।
  • Link to this news (আজকাল)