• Raj Bhavan: সঙ্গে 'ঘরছাড়া' বিজেপি কর্মীরা, রাজভবনে শুভেন্দু
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার না পারলেও, রবিবার রাজভবনে পৌঁছলেন বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ঘরছাড়া বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার প্রায় ২০০ ঘরছাড়া বিজেপি কর্মী নিয়ে রাজভবনে যাওয়ার মুখে বাধা পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ রাজভবনের মুখে পুলিশ আটকায় তাঁদের। জল গড়ায় আদালত পর্যন্ত। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন পুনরায় রাজভবনে যেতে গেলে আবেদন করতে হবে বিরোধী দলনেতাকে। রাজভবনের পক্ষ থেকে অনুমতি মিললে তবেই প্রবেশ। শুক্রবারই রাজভবনে আবেদন জানান বিজেপি নেতা, অনুমতিও মেলে। সেই মতো, রবিবার সন্ধে ৬টা নাগাদ বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে পৌঁছলেন তিনি। রীতিমত নামের তালিকা মিলিয়ে আক্রান্ত, বিজেপি কর্মীদের রাজভবনে প্রবেশ করানো হয়। বিজেপির অভিযোগ, ভোটপর্ব মিটে গেলেও রাজ্যের নানা প্রান্তে ভোট পরবর্তী হিংসার শিকার গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। ঘরছাড়া বহু মানুষ। তাঁদের নিয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যপালের সঙ্গে কথা বলে, নিজেদের অভিজ্ঞতার কথা বলবেন ঘরছাড়ারা, সূত্রের খবর তেমনটাই।
  • Link to this news (আজকাল)