• Abhishek Banerjee: অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল, অস্ত্রোপচারের পর জানাল হাসপাতাল...
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগেই সাময়িক বিরতি এবং রবিবার সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অস্ত্রোপচারের কথা জানা গিয়েছিল। বেলা গড়াতেই, হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিন দিয়ে জানাল, তৃণমূল কংগ্রেসের সাংসদ, অভিষেক ব্যানার্জির (৩৭) অস্ত্রোপচার পক্রিয়া সম্পন্ন হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে। রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। রবিবার সকালেই কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ডায়মন্ড হারবারের সাংসদ। তখনই জানা গিয়েছিল, বেলায় তাঁর একটি অস্ত্রোপচার হবে। ভর্তির পরেই তাঁর পরীক্ষানিরীক্ষা হয়। গঠন করা হয়েছিল স্পেশ্যাল মেডিক্যাল বোর্ড। উল্লেখ্য, এর আগেই চিকিৎসার কারণে সংগঠনের কাজ থেকে ছোট বিরতির কথা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোট পর্ব মেটার পর, চলতি বুধবারই একথা জানান তিনি। রবিবার সমাজমাধ্যমে অনুগামীরা অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
  • Link to this news (আজকাল)