• পাথরপ্রতিমার কলসদ্বীপ থেকে বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৪
  • নিজস্ব সংবাদদাতা, ১৬ জুন: সুন্দরবনের বাঘ তুলে নিয়ে গেল পাথরপ্রতিমার কলসদ্বীপ থেকে ছত্রিশ বছরের মৎস্যজীবী গোপাল মল্লিককে। রবিবার বিকেল পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েও নিখোঁজ গোপাল মল্লিকের সন্ধান মেলেনি। সূত্রের খবর, গত দশ জুন কয়েক জন মৎস্যজীবীর সাথে পাথরপ্রতিমার কলসদ্বীপে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার সত্যদাসপুরের বাসিন্দা গোপাল মল্লিক। শুক্রবার বিকেলে কাঁকড়া তোলার পর নৌকোর দিকে যাচ্ছিলেন গোপাল। নৌকোতে তখন চলছিল খেতে বসার আয়োজন। হঠাৎই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে মৎস্যজীবী গোপালকে তুলে নিয়ে চলে যায় । সঙ্গীরা বাধা দিলেও বাঘের মুখ থেকে গোপালকে ছাড়িয়ে আনতে পারেনি। শনিবার গ্রামে ফিরে খবর দেয় সকলকে। শনিবার থেকে তল্লাশি চালিয়েও গোপাল মল্লিকের সন্ধান মেলেনি। এলাকার মানুষ উদ্বেগ । কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জানা গেল, নিখোঁজ মৎস্যজীবী গোপাল মল্লিকের বাড়িতে বৃদ্ধ বাবা মা দুই ছেলে এক মেয়ে স্ত্রী আছে। খোঁজ চলছে বাঘে তুলে নিয়ে যাওয়া গোপাল মল্লিকের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)