• ভারতীয় সংস্কৃতি চর্চার অন্যতম ব্যক্তিত্ব  ড. ওম প্রকাশ ভারতী
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৪
  • অরিন্দম ভট্টাচার্য : ভারতীয় সংস্কৃতি বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় শ্রেষ্ঠ সংস্কৃতি। আর যারা এই সংস্কৃতির প্রসারে এবং রক্ষা করতে তৎপর তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ডঃ ওম প্রকাশ ভারতী। তিনি একজন লোকসাহিত্যিক এবং নাট্যকার হিসেবে বিহারের সহরসা জেলার কোসি নদীর তীরে একটি গ্রামে ১৯৬৮ সালের ৫ ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ডঃ ভারতী নাট্যবিদ্যায় স্নাতকোত্তর (স্বর্ণপদকপ্রাপ্ত) এবং প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব বিষয়ে চর্চা করেছেন। পিএইচ.ডি. সম্পন্ন করেন (ফোক থিয়েটার ট্র্যাডিশন অফ ইস্টার্ন ইন্ডিয়া) পাটনা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯৯ সালে লোক নাট্য বিশ্বকোষ (ভারতীয় লোকনাট্যের বিশ্বকোষ) সংকলনের জন্য ভারত সরকারের সংস্কৃতি বিভাগের জাতীয় সংস্কৃতি ফেলোশিপ পান তিনি।

    পারফর্মিং আর্টস, ফোকলোর, কালচারাল স্টাডিজ এবং আদিবাসী জ্ঞানের ক্ষেত্রে ৬ টি নাটক, প্রায় ১৫০টি গবেষণা নিবন্ধ এবং ২২ টি গবেষণামূলক বই রচনা করেছেন তিনি। তাঁর বইয়ের মধ্যে রয়েছে ‘নদীয়া গাতি হ্যায়’, ‘পূর্বোত্তর ভারত কে পরম্পরিক নাট্য’, ‘ভারতীয় পুতুল নাট্য ’, ‘নর্থ ইষ্ট কালচারাল স্টাডিজ’ ইত্যাদি। ফোকলোর এবং আদিবাসী জ্ঞান নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। লেটারস এবং পারফর্মিং আর্টসের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ডঃ. ভারতী স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্দিরা গান্ধী রাজভাষা সম্মান ২০০৮ সম্মান পান। পেয়েছেন ‘ ডিলিট ’ সম্মান। দায়িত্ব পালন করেছেন ফিজিতে ভারতের সাংস্কৃতিক রাষ্ট্রদূত, নতুন দিল্লীর সঙ্গীত নাটক অ্যাকাডেমির নাট্য বিভাগের ডেপুটি সেক্রেটারি, ই জেড সি সি-র অধিকর্তা হিসেবে।

    ডঃ ভারতী একাধিক জাতীয় পর্যায়ের উৎসব, সেমিনার, প্রদর্শনী এবং কর্মশালা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উৎসবের ধারনা, ডিজাইন এবং সম্পাদনার কাজ করেছেন। জার্মানি, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ভুটান , থাইল্যান্ড, মালয়েশিয়া এবং নেপালে ভারতের হয়ে দেশীয় জ্ঞান এবং পারফরমিং আর্ট ও সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে বক্তৃতা প্রদানের জন্য তিনি সফর করেছেন। তাঁরই প্রচেষ্টায় কলকাতায় ইজেড সি সি-র দপ্তরে গড়ে ওঠে ‘বাদ্যবীথিকা ’ মিউজিয়াম এবং উত্তরবঙ্গে গড়ে উঠেছে ‘হিমালয় বিশ্ব সংগ্ৰহালয়’ (বাগডোগরা) , ‘ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্ট মিউজিয়াম’ (লাটাগুড়ি)। ভারতীয় সংস্কৃতি চর্চায় শিল্পীদের উৎসাহ দানে ডঃ ওম প্রকাশ ভারতী সর্বদাই তৎপর থাকেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)