• জেলে থাকাকালীন বিচারাধীন বন্দির মৃত্যু, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
    হিন্দুস্তান টাইমস | ২৮ নভেম্বর ২০২২
  • জেলে থাকাকালীন বিচারাধীন এক বন্দির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, পথ অবরোধ করেন বন্দির পরিজন এবং গ্রামবাসীরা। বন্দি মৃত্যুর ঘটনায় তাঁরা পুলিশ প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছেন। তার জেরে সোমবার উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর ভাটিয়াপাড়া এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির নাম মণিরুল হক। পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল মাস পাঁচেক আগে। সাহাপুর কীচকটোলা এলাকার বাসিন্দা মণিরুলকে ফেসিন্ডিল পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর রায়গঞ্জ, বালুরঘাট-সহ বিভিন্ন আদালতে মামলা তোলার পর বিচার চলছিল ওই ব্যক্তির। রবিবার জেলবন্দি অবস্থায় বিচারাধীন ওই ব্যক্তির মৃত্যু হয়। যদিও কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে কিছুই জেল কর্তৃপক্ষের তরফে পরিবারের সদস্যের জানানো হয়নি বলে অভিযোগ ৷ তাতেই ক্ষুব্ধ হয়ে সোমবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। রাস্তায় বসে পথ অবরোধ করেন। পরে খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    মনিরুলের ভাই মহম্মদ সাবিরের অভিযোগ, তাঁর দাদা পেশায় একজন গাড়িচালক। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সাদ্দাম নামে আরও একজনের নাম করেছিলেন তাঁর দাদা। কিন্তু পুলিশ তাঁর কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দিয়েছিল বলে তিনি অভিযোগ তোলেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)