• 'জনগণের গর্জন' থিমের মণ্ডপ সজ্জায় শিবপুরে আয়োজিত হল কালী পুজো
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জুন ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অভিনব থিম সজ্জায় রক্ষাকালী পুজো আয়োজিত হয় হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মনসাতলা একতা সংঘের উদ্যোগে। প্রতিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের নিদর্শন তুলে ধরা মন্ডপ সজ্জার মধ্য দিয়ে। ব্যতিক্রম হলো না এবারও। ‘জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন’ এই থিম নিয়েই হলো মণ্ডপ সজ্জা। এই মণ্ডপেই শনিবার সন্ধ্যায় পূজিত হলেন রক্ষাকালী। এই পুজো তথা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। পাশাপাশি ছিলেন শিবপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য ঘোষ, শিবপুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপ্লব দে, ২২ নং ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত মিশ্র, ৮ নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রমোদ পাসোয়ান, ৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক মজুমদার এবং ওই ওয়ার্ডেরই তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুকান্ত সাঁধুখা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।

    প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবারই শিবপুরের এই পুজো আয়োজিত হয় তৃণমূলের উন্নয়নকে সামনে রেখে। থিম পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণে মুখ্য ভূমিকা পালন করেন সৌম্য ঘোষ, বিপ্লব দে সহ শিবপুরের একাধিক তৃণমূল নেতৃত্বগণ। অক্লান্ত পরিশ্রম এবং একতা সংঘের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় প্রতিবছরই এরকম এক একটি মনোজ্ঞ মন্ডপ সজ্জা তুলে ধরেন তাঁরা। গতবছর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় কে কেন্দ্র করে থিম পরিকল্পনা করা হয়েছিল। তৃণমূলের দূত হিসেবে তিনি যে প্রত্যেক জনসাধারণের দ্বারে পৌঁছে যান, মানুষের সমস্যা শুনে সমাধান করার প্রয়সী হন সেই বিষয়টিই দেখানো হয়েছিল থিমের মাধ্যমে। আর এবার থিম করা হলো ‘জনগণের গর্জন’ কে। এই পুজো কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের উচ্ছাস ছিল নজরকাড়া।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)