মাহেশ্বরী ভবনে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, বাইরে বোমা ঘিরে আতঙ্ক
প্রতিদিন | ১৭ জুন ২০২৪
অর্ণব আইচ: মাহেশ্বরী ভবনের সামনে বোমা। তা দেখেই রবিবাসরীয় সন্ধেয় সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া এলাকায় রীতিমতো শোরগোল। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। মাহেশ্বরী ভবনেই রয়েছেন ?ঘরছাড়া? বিজেপি কর্মীরা। আর কিছুক্ষণের মধ্যে এই মাহেশ্বরী ভবনে আসার কথা বিজেপির চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের। কে বা কারা বোমা রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর অবশেষে রবিবার ‘ঘরছাড়া’দলীয় কর্মীদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। আক্রান্তদের পরিসংখ্যান তুলে ধরে রাজ্যপালের কাছে সাহায্য প্রার্থনা করেন রাজ্যের বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’দের সঙ্গে বাংলায় কথা রাজ্যপালের। "শেষ দেখে ছাড়ব", হুঁশিয়ারি দেন সি ভি আনন্দ বোস।
এদিকে, ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রবিবার সন্ধেয় রাজ্যে আসেন নাড্ডার চার সদস্যের টিম। দমদম বিমানবন্দরে পা রেখে হিংসার প্রতিবাদে সরব হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বলেন, "বিজেপি ক্ষমতায় আসার পর ত্রিপুরায় রাজনৈতিক খুন হয়নি। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এল রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল।"
"ভোটের পরে বাংলাতেই শুধু হিংসা হয়", বলেই দাবি প্রতিনিধি দলের আরেক সদস্য রবিশংকর প্রসাদের। রাতেই উত্তর কলকাতার মাহেশ্বরী ভবনে বিজেপির 'আক্রান্ত'দের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় দলের সদস্যরা। সোমবার কোচবিহার যাবেন তাঁরা। মঙ্গলবার জয়নগর ও সন্দেশখালি যাওয়ার কথা তাঁদের।