• চালু হল ভারত-কম্বোডিয়া উড়ান পরিষেবা
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম, এক উড়ানেই যুক্ত হচ্ছে ভারত এবং কম্বোডিয়া। এর আগে এই পরিষেবা ছিল না। রবিবার কম্বোডিয়ার উপ প্রধানমন্ত্রী নেথ সাভয়ুন এবং সে দেশের ভারতীয় রাষ্ট্রদূত দেবযানী খোবরাগাদের উপস্থিতিতে রবিবার চালু হল পেন এবং নয়া দিল্লির প্রথম সরাসরি বিমান। কম্বোডিয়া অ্যাঙ্কর এয়ার বিমান সংস্থা সপ্তাহে পেন এবং নয়াদিল্লির যোগাযোগের জন্য চারবার বিমান চলাচল করাবে। এই নয়া উদ্যোগে, বিমানের উড়ানের সাক্ষী হতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রাও। অনেকেই এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মনে করছেন। কম্বোডিয়া অ্যাঙ্কর এয়ার বিবৃতিতে জানিয়েছে এই নতুন যোগাযোগ ব্যবস্থার ফলে অ্যাঙ্কর আর্কিওলজিকাল পার্ক, যেটি ইউনেস্কো তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ভারতীয় পর্যটকরা সেখানে অনেক সহজে পৌঁছতে পারবে। কম্বোডিয়ান রোগীদের চিকিৎসা পরিষেবার জন্য ভারতে আসাও অনেক সহজ হয়ে যাবে বলে মত তাঁদের।
  • Link to this news (আজকাল)