• বিশ্বমানের স্টেশন হতে চলেছে ব্যান্ডেল, এখান থেকেই ছাড়বে দূরপাল্লার ট্রেন
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাল্টে যাবে ব্যান্ডেল স্টেশনের চেহারা। হয়ে উঠবে বিশ্বমানের একটি স্টেশন। পূর্ব রেলের জংশন স্টেশন হিসেবে এই স্টেশন যেমন নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি এবং দিল্লিগামী ট্রেন যাত্রার পথে পড়ে তেমনি প্রতিদিন এই স্টেশন থেকে লোকাল ট্রেনে কলকাতামুখী যাত্রীর সংখ্যাও যথেষ্ট। এই মুহূর্তে দূরপাল্লার ট্রেনের যাত্রা এই স্টেশন থেকে শুরু না হলেও রেলের পরিকল্পনা অনুযায়ী আগামীদিনে ৫ থেকে ৬টি দূরপাল্লার ট্রেনের যাত্রা এই স্টেশন থেকে শুরু হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের যে কটি স্টেশনকে উন্নত করে বিশ্বমানের গড়ে তোলার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন তার মধ্যে একটি হল এই ব্যান্ডেল স্টেশন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভবিষ্যতে এই স্টেশনে থাকবে ১২টি লিফ্ট এবং ২০টি এসক্যালেটর। বাণিজ্যিক দিকের কথা মাথায় রেখে থাকবে রুফ প্লাজা, ফুড প্লাজা-সহ আরও বেশ কিছু ব্যবস্থা। স্টেশন বিল্ডিংটি হবে একেবারে অত্যাধুনিক ও ঝাঁ চকচকে। স্টেশনের বাইরে থাকবে গাড়ি রাখার ব্যবস্থা। জোর দেওয়া হবে গ্রিণ এনার্জি ব্যবহারের ওপর।
  • Link to this news (আজকাল)