আজকাল ওয়েবডেস্ক: বিজেপি কার্যালয়ের অদূরে বোমাতঙ্ক। সেন্ট্রাল অ্যাভিনিউতে রবিবার সন্ধেবেলা আতঙ্ক ছড়ায় বোমা জাতীয় একটি বস্তুকে ঘিরে। রবিবারই কলকাতায় পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় তদন্তকারী দল। দু' দিন সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার কথা। তার মাঝেই দলীয় কার্যালয়ের অদূরে মাহেশ্বরী ভবনের সামনে বোমাতঙ্ক। সেখানেই রয়েছেন ঘরছাড়া বিজেপি কর্মীরা। কে বা কারা এটি রেখেছেন, জানা যায়নি এখনও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ। বিষয়টি বোমা কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি, অপেক্ষা করছেন বম্ব স্কোয়াডের। তাঁর মতে, অন্তত ৪০-৪৫ মিনিট আগে এই বোমা জাতীয় বস্তুর হদিশ মিলেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, তাঁর সঙ্গে কথা বলা পর্যন্ত ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছয়নি বলেই অভিযোগ। কলকাতা পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার পরেও কেন পুলিশ আতঙ্ক ছড়ানোর পরেও এলাকা ঘিরে ফেলেনি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।