রাজ্যে পৌঁছেই ঘরছাড়াদের সঙ্গে কথা, সন্ত্রাস দেখতে আজ কোচবিহারে BJP-র কেন্দ্রীয় দল
আজ তক | ১৭ জুন ২০২৪
বাংলায় লোকসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। এই পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে আসেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা। তাঁদের বিমানবন্দরে স্বাগত জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিমানবন্দর থেকে তাঁরা চলে যান মাহেশ্বরী ভবনে। সোমবারই কোচবিহারে যাবে এই চার সদস্যের প্রতিনিধি দল।
কলকাতা পৌঁছেই সোজা মাহেশ্বরী ভবনে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। । সূত্রের খবর, চার সাংসদকে কাছে পেয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীরা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যে পা দিয়েই বলেন, ‘পলিটিক্যাল ট্যুরিজম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জাগাতে এসেছি’।
ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শোনেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কী পরিস্থিতি রয়েছে বাংলায়, তা বোঝার চেষ্টা করেন তাঁরা। রবিশঙ্কর প্রসাদ জানান, ঘরছাড়াদের নিরাপত্তা দিয়ে ঘরে ফেরানোর জন্য দলের লিগাল সেলকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলা হবে। বিপ্লব দেবের বক্তব্য, বিজেপির লিগাল সেল ঘরছাড়াদের পাশে থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। বাংলার শাসক শিবিরকে বিঁধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার যদি আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ঠিকঠাক পালন করে, তাহলে দিল্লি থেকে বিজেপির প্রতিনিধি দলকে বাংলায় আসার দরকার হবে না।
পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠনে করেছেন কেন্দ্রের শাসক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, মাহেশ্বরী ভবনে আক্রান্তদের রাখা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্যরা তাঁদের অভিযোগ শুনবেন এবং সোমবার সকালেই কোচবিহারে রওনা দেবেন। সকালের বিমানেই এই প্রতিনিধি দল কোচবিহারে যাচ্ছেন। সেখানকার ভোট পরবর্তী সন্ত্রাস পরিস্থিতি দেখে রাতে কলকাতাতেই ফিরে আসার কথা তাঁদের। আগামিকাল তাঁরা ডায়মন্ড হারবার, জয়নগর এবং বসিরহাট লোকসভা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে যাবেন। প্রসঙ্গত, গত শনিবারই কোচবিহারে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পরে রবিবার আক্রান্তদের নিয়ে তিনি রাজভবনে যান। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলা সফর সেরে রিপোর্ট জমা দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ছাড়াও এই প্রতিনিধিদলের সদস্য হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভা সাংসদ কবিতা পাতিদার।