রাজবংশী ভাষায় শপথ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ধুতি-পাঞ্জাবি পরে ২৪ জুন লোকসভার সাংসদ হিসেবে শপথ নেবেন জগদীশ। রাজবংশী ভাষায় জগদীশের শপথ নেওয়ার ইচ্ছা থাকলেও, স্পিকারের অনুমতি না পেলে বাংলা ভাষায় শপথ নেবেন তিনি। ২৩ জুন নয়াদিল্লিতে যাবেন জগদীশ। নতুন সাংসদকে এয়ারপোর্ট থেকে নেওয়ার জন্য সিতাই বিধানসভা কেন্দ্রের জগদীশ ঘনিষ্ঠ পঙ্কজ মহন্ত, অনিমেষ বসুনিয়া, নুর আলম হোসেন-সহ কয়েক জন তৃণমূল নেতা এক দিন আগেই নয়াদিল্লিতে পৌঁছবেন।
কোচবিহার লোকসভা কেন্দ্র দেশের এক নম্বর সংসদীয় আসন। ২০১৯ ভোটে নিশীথ প্রামাণিক কোচবিহারের রাজ-পরিবারের ঐতিহ্য মেনে রাজবংশী ভাবাবেগ সামনে রেখে রাজ-বেশে শপথ নিয়েছিল। কোচবিহারের নতুন সাংসদ জগদীশ রাজবংশী ভাষায় শপথ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি জানান, কোচবিহার লোকসভা কেন্দ্রের আসন সংরক্ষিত। এখানে রাজবংশীদের সমর্থন সম্পূর্ণ তৃণমূলের সঙ্গে রয়েছে। তাই সাংসদ হওয়ার পরে রাজবংশী ভাষাতেই শপথ নেওয়ার ইচ্ছা্ তাঁর।
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া রাজবংশী ভাষায় শপথ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।’’
বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, ‘‘২০১৯ সালে কোচবিহারের সাংসদ ছিলেন নিশীথ প্রামানিক। তিনি রীতি মেনে রাজ-বেশে শপথ নিয়েছিলেন।’’