• ইস্তফা দিচ্ছেন না, নেতৃত্বের প্রসঙ্গ পিসিবির কোর্টে ঠেলে দিলেন বাবর...
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগের বছর বিশ্বকাপে ব্যর্থতার পর নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। কিন্তু এবার তিনি নিজে থেকে সরে যাবেন না, বল ঠেলে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোর্টে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচের পর জানিয়ে দিলেন পাকিস্তান দলের সাদা বলের নেতা। বাবর বলেন, 'আমি আগে একবার নেতৃত্ব ছেড়ে দিয়েছিলাম। তখন মনে হয়েছিল, আমার আর অধিনায়ক থাকা উচিত নয়। তাই ইস্তফা দিয়েছিলাম। নিজেই তখন সবাইকে জানিয়েছিলাম। তারপর আবার আমাকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। দেশে ফিরে পারফরম্যান্স নিয়ে আলোচনা করা হবে। অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গ এলে আবার প্রকাশ্যেই সবাইকে জানাব। আমি এইসব নিয়ে এখনও কিছু ভাবিনি। সত্যি বলতে, আমি ভাবছিও না। যা সিদ্ধান্ত নেওয়ার, পিসিবি নেবে।' ব্যর্থতার প্রধান কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পিচকেই দুষলেন বাবর। জানান, আমেরিকার উইকেটের সঙ্গে তাঁরা মানিয়ে নিতে পারেনি। মূলত ব্যাটারদেরই দায়ী করেন। দ্বিতীয় কারণ, চাপ সামলাতে না পারা। বাবর মনে করেন, নেতৃত্বের থেকেও এই সমস্যাগুলো আরও বড়। সেগুলো সমাধানেই ফোকাস করতে চাইছেন পাক অধিনায়ক। 
  • Link to this news (আজকাল)