• Shubman Gill: নিজের ইনস্টাগ্রামে রোহিতের ছবি, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে কী বোঝাতে চাইলেন গিল?...
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, বিশ্বকাপের মাঝেই শুভমন গিল এবং আবেশ খানকে দেশে ফেরানো হচ্ছে। গ্রুপ পর্ব শেষ হলেই দু'জনকে রিলিজ করে দেওয়া হবে। একদিন আগেই জানা যায়, দলের মধ্যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগেই নাকি গিলকে ভারতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতীয় দলের সঙ্গে সর্বদা থাকছেন না। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীনও নাকি উপস্থিত ছিলেন না। এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছেন শুভমন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত শর্মা এবং তাঁর মেয়ে সামাইরার সঙ্গে দুটো ছবির কোলাজ পোস্ট করেন গিল। একটি ছবিতে হাসিমুখে একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই ক্রিকেটারকে। অন্য ছবিতে রোহিতের কোলে তাঁর মেয়ে, পাশে শুভমন। ক্যাপশনে গিল লেখেন, 'স্যামি এবং আমি রোহিতের থেকে শৃঙ্খলা বজায় রাখা শিখছি।' সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা দাবি করেছিল, রোহিতকে ইনস্টাতে আনফোলো করে দিয়েছেন শুভমন। মানুষের সেই ধারণা ভাঙতেই হয়তো এমন পোস্ট করেছেন তিনি। যার থেকে স্পষ্ট, গিলের সঙ্গে ভারত অধিনায়কের এখনও সুসম্পর্ক আছে। এর মাধ্যমে শুভমন বুঝিয়ে দিলেন, সবটাই শুধুই রটনা। তাঁর দেশে ফেরার সঙ্গে শৃঙ্খলাভঙ্গের কোনও সম্পর্কই নেই। প্রসঙ্গত, বিক্রম রাঠোরও জানান, আগে থেকেই ঠিক করা ছিল গ্রপ পর্বের পরে রিজার্ভ থেকে দু'জন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হবে। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপার এইটে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। 
  • Link to this news (আজকাল)