‘দুর্ঘটনার দায় নিতে হবে প্রধানমন্ত্রীকেই’, কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস, আরজেডির...
আজকাল | ১৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সাতসকালে নিউ জলপাইগুড়ির কাছে ফাঁসিদেওয়ায় ভয়াবহ দুর্ঘটনার মুখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ভয়াবহ দুর্ঘটনার পর কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস এবং আরজেডির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘গত বছরে রেল দুর্ঘটনার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এটা মোদি সরকারের উদাসীনতা এবং অব্যবস্থার ফল। এই ঘটনায় দায় নিতে হবে প্রধানমন্ত্রীকেই’। রেলমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে আরজেডিও। দুর্ঘটনার জন্য মালগাড়ির চালকের ওপর দায় চাপিয়েছে রেল। কিন্তু প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। একদিকে যখন গত বছর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে তখন লাইনে সুরক্ষা কবচ না থাকা নিয়ে বিতর্ক ওঠে। তার এক বছর পরেও ফের দুর্ঘটনা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ নিয়ে।