• Sikkim: সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারকাজ শুরু
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগ এখনও কাটেনি। এদিকে বৃষ্টি উপেক্ষা করে সিকিমে আটকে থাকা ১২০০ পর্যটককে উদ্ধারকাজ শুরু হল। আবহাওয়ার উন্নতি হলে আজ সিকিমের মঙ্গন জেলায় আটকে থাকা পর্যটকদের উদ্ধারের শুরু হওয়ার কথা ছিল। গতকাল উপযুক্ত পরিস্থিতি না থাকায় উদ্ধার কাজ চালানো যায়নি। চুংথাং-এর মহকুমা শাসক আকাশবাণীকে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আকাশপথে কিংবা সড়ক পথে পর্যটকদের উদ্ধার করে আনা হবে। আপাতত লাচুং-এর বিভিন্ন হোটেলে আটকে থাকা মানুষজন যাতে উপযুক্ত সুযোগ সুবিধা পান, তা’ দেখভাল করছে জেলা প্রশাসন। অত্যন্ত কম দামে তাঁদের খাবার দেওয়া হচ্ছে।এদিকে, সিকিমের সড়ক ও সেতু বিভাগের মন্ত্রী এন বি দহল লাচুং পৌঁছেছেন। তিনি পর্যটকদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি, দ্রুত উদ্ধার কাজের আশ্বাস দেন।সীমান্ত সড়ক সংগঠন বি আর ও যুদ্ধকালীন তৎপরতায় উত্তর সিকিমে রাস্তা সারাইয়ের কাজ চালাচ্ছে।
  • Link to this news (আজকাল)