আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে আজ উদযাপিত হচ্ছে কোরবানির উৎসব ইদ-উল-আজহা বা বকরি ইদ। ইদগাহ ও মসজিদগুলিতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। নামাজ আদায়ের পর হবে কোরবানি। দিল্লির জামা মসজিদ, ফতেপুরি মসজিদ ও শাহী ইদগাহ-তে ইদের প্রধান জমায়েত অনুষ্ঠিত হবে।এদিকে, পশ্চিমবঙ্গের নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান, জামা মসজিদ এবং কলকাতার রেড রোডের মতো স্থানে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা রুখতে শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে ৫৮টি পিসিআর ভ্যান টহল দেবে। ইদের নামাজ উপলক্ষ্যে বড় জমায়েত হয় এমন মসজিদে দু’জন করে ডিসি নিরাপত্তার দায়িত্বে থাকছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, 'এই উৎসব ভালোবাসা, সৌভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা দেয়।'উপরাষ্ট্রপতি বলেন, 'সহমর্মিতা ঐক্য, এবং সংহতির প্রতীক হল ঈদ উল আজহা।'