UP: যোগীরাজ্যে ব্যাঙ্কে চাকরির টোপ দিয়ে তরুণীকে গণধর্ষণ
আজকাল | ১৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সামলি জেলায়। পুলিশের কাছে তরুণী অভিযোগ জানিয়েছেন, মূল অভিযুক্তের সঙ্গে তাঁর ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল। সে ব্যাঙ্কে কর্মরত বলে তরুণীকে জানিয়েছিল। তখনই সেই ব্যাঙ্কে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতো দেরাদুনে তাঁকে আসতে বলে। তরুণী মিরাটের বাসিন্দা। মূল অভিযুক্ত তার এক বন্ধুকে পাঠায় তরুণীকে দেরাদুনে নিয়ে আসার জন্য। দেরাদুনে পৌঁছলেও তরুণীর সঙ্গে দেখা করেনি সেই যুবক। পরে উত্তরপ্রদেশেই থানাভবনে তরুণীর সঙ্গে দেখা করে সে। তরুণীর অভিযোগ, দুই বন্ধু মিলে ঠান্ডা পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে তাঁকে খাওয়ায়। জ্ঞান হারানোর পর এক হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এই ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।