• BSF: ‌‌নাবালিকার বিয়ে রুখল বিএসএফ
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাল্যবিবাহ রুখল বিএসএফ। ঘটনাটি ঘটেছে দক্ষিণবঙ্গ সীমান্তের ১০২ ব্যাটেলিয়নের বর্ডার ফাঁড়ি–পানিতারের আওতাধীন সীমান্ত গ্রাম পানিতারে। ১৬ মে গোপন সূত্রে বিএসএফ খবর পায় সাভরূপনগর থানার অন্তর্গত সীমান্ত গ্রাম বুরান গোবর্ধার এক নাবালিকা লক্ষ্মী দাস (নাম পরিবর্তিত)–কে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। বিএসএফ তৎক্ষণাৎ বিষয়টি বসিরহাট থানাকে জানায়। বিএসএফ এএইচটিইউ টিম, স্থানীয় পুলিশ কর্মী এবং বসিরহাটের প্রশাসনিক প্রতিনিধিরা যৌথ অভিযান চালায় গ্রামে। বিবাহস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে। কথা বলা হয় নাবালিকার পরিবারের সঙ্গে। পরিবারকে জানিয়ে দেওয়া হয়, ফের নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
  • Link to this news (আজকাল)