• কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জের, বাতিল ১৯টি ট্রেন ...
    আজকাল | ১৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত ৩টি কামরা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে রেল জানাচ্ছে, মৃতের সংখ্যা ৮। মৃতদের মধ্যে ৫ জন যাত্রী ও ৩ জন রেলকর্মী। আহত কমপক্ষে ৬০ জন। বৃষ্টি উপেক্ষা করেই চলছে উদ্ধারকাজ। যে লাইনে দুর্ঘটনা ঘটেছে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। এই পরিস্থিতিতে বহু ট্রেনের গতিপথ বদলানো হয়েছে। বাতিল করা হয়েছে মোট ১৯টি ট্রেন। যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে- ১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস২০৫০৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস১২৪২৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস০১৬৬৬ আগরতলা-রানি কমলাপাতি স্পেশাল ট্রেন১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস০৬১০৫ নাগেরকোল জং-ডিব্রুগড় স্পেশাল২০৫০৬ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস১২৪২৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার নর্থইস্ট এক্সপ্রেস১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামব্রম এক্সপ্রেস১৩১৪৮ বামণহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস
  • Link to this news (আজকাল)