আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি...
আজকাল | ১৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আগামী ১০ জুলাই রাজ্যে চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। তার আগে চার কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। মানিকতলা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কল্যাণ চৌবে। বাগদায় প্রার্থী হচ্ছেন বিনয়কুমার বিশ্বাস। রাণাঘাট দক্ষিণে টিকিট পেয়েছেন মনোজকুমার বিশ্বাস। রায়গঞ্জ থেকে লড়বেন মানসকুমার ঘোষ। লোকসভা নির্বাচনে বাংলায় একেবারেই ভাল ফল করতে পারেনি বিজেপি। সেখান থেকে শিক্ষা নিয়ে উপনির্বাচনে ভাল ফল করতে মরিয়া গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, উপনির্বাচনে অনেকেই প্রার্থী হতে চাইছিলেন। কিন্তু লোকসভার মত ভুল না করে অনেক বিবেচনা করে তবেই টিকিট দেওয়া হয়েছে। নতুন মুখ না এনে পুরনো নেতৃত্বের ওপরেই আস্থা রাখল বিজেপি।