আজকাল ওয়েবডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়েই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গে পৌঁছেই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি খতিয়ে দেখবেন উদ্ধারকাজ। আজ সকালে দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ায় মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে রেল জানাচ্ছে, মৃতের সংখ্যা ৮। মৃতদের মধ্যে ৫ জন যাত্রী ও ৩ জন রেলকর্মী। আহত কমপক্ষে ৬০ জন। রেল দুর্ঘটনায় ৪০ জন আহতকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। যাদের মধ্যে সঙ্কটজনক ৩ জন। ফাঁসিদওয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন আরও ২০ জন। ইসলামপুর থেকে ডাক্তার আনা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের পর রেল দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। পাশাপাশি গুরুতর আহতদের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা, ও অপেক্ষাকৃত কম আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।