• কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে প্রিয়জন রয়েছেন? রইল শিয়ালদা ও হাওড়ার হেল্পলাইন নম্বর
    আজ তক | ১৭ জুন ২০২৪
  • রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে মালগাড়ি। ঘটনায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত প্রচুর। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্বিগ্ন ট্রেনে থাকা যাত্রীদের পরিবার-পরিজনরা। চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনের পাশাপাশি শিয়ালদা, হাওড়া স্টেশনেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

    শিয়ালদা স্টেশন হেল্পলাইন নম্বর-
     033-23508794
     033-23833326

    হাওড়া স্টেশন হেল্পলাইন নম্বর
    03326413660

    হাওড়া স্টেশন অনুসন্ধান অফিস নম্বর-
    033-26402242
    033-26402243

    ট্রেনটির দুটি কামরা কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এদিকে ইতিমধ্যেই রেলের তরফে একাধিক হেলপলাইন নম্বর চালু করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের পরিজনদের সহায়তা করতে হাওড়া, শিয়ালদা সহ কাটিহার, আলুবাড়ি, ডালখোলা, কিশনগঞ্জ, সামসি, বারসোই সহ বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।  রেলের তরফে জানানো হয়েছে, মালগাড়িটি সিগন্যাল উপেক্ষা করে এগোতে গিয়ে ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ঘটনাস্থলে এনডিআরএফ, ডিভিশনাল টিম এবং ১৫টি অ্যাম্বুল্যান্স পৌঁছেছে।
  • Link to this news (আজ তক)