• অবিশ্বাস্য!!! ইতিহাস লিখে সুপার আটে বাংলাদেশ, যা অতীতে বিশ্বকাপে হয়নি
    ২৪ ঘন্টা | ১৭ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর নভেম্বরে এশিয়া কোয়ালিফায়ার্সের ফাইনালে উঠতেই নেপালের হাতে চলে এসেছিল টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) 'কনফার্মড টিকিট'! তবে রোহিত পাউডেলদের বিশ্বকাপের যাত্রা এবারের মতো শেষ। সৌজন্য়ে নাজমুল হোসেইন শান্তর বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেট। কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্য়াট করে বাংলাদেশ মাত্র ১০৬ রান তুলেছিল। নেপালের দুরন্ত বোলিংয়ে পদ্মাপারের ব্য়াটারদের শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশের অতি বড় ভক্তও ভাবেননি যে, তাঁরা এই ম্য়াচ জিতে বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে পারেন। তবে সেই অসাধ্য় সাধনই করে দেখিয়েছে টাইগার্স। 

    তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে যায় নেপাল। তানজিম একাই তুলে নেন চার উইকেট। অপর পেসার মুস্তাফিজুর রহমানও দুরন্ত বোলিং করে তিন উইকেট তুলে নেন তিনি। এমনকী হাত ঘুরিয়ে সাকিব আল হাসানও জোড়া শিকার করেছেন। ১০৬ রান তাড়া করতে নেমে নেপাল ৮৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের ২১ রানের এই জয় কিন্তু রীতিমতো ঐতিহাসিক। টি-২০ বিশ্বকাপের ইতিহাস বলছে, এর আগে কোনও দেশ কুড়ি ওভারের বিশ্বকাপের মঞ্চে এত কম রানের পুঁজি নিয়ে জিততে পারেনি।

    দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রান ডিফেন্ড করে জেতার নজির:

    বাংলাদেশ (১০৬/৯) ২১ রানে হারানো নেপালকে (৮৫)- কিংসটাউন ২০২৪
    দক্ষিণ আফ্রিকা (১১৩) ৪ রানে হারানো বাংলাদেশকে (১০৯), নিউ ইয়র্ক, ২০২৪
    দক্ষিণ আফ্রিকা (১১৫) ১ রানে হারানো নেপালকে (১১৪), কিংসটাউন, ২০২৪
    শ্রীলঙ্কার (১১৯) ৫৯ রানে নিউ জিল্য়ান্ডকে (৬০) হারানো, চট্টগ্রাম, ২০১৪
    ভারতের (১১৯) ৬ রানে পাকিস্তানকে (১১৩/৭) হারানো, নিউ ইয়র্ক, ২০২৪
    আফগানিস্তানের (১২৩/৭) ছয় রানে ওয়েস্ট ইন্ডিজকে (১১৭/৮) হারানো, নাগপুর, ২০১৬
    নিউ জিল্য়ান্ডের (১২৬/৭) ৪৭ রানে ভারতকে (৭৯) হারানো, নাগপুর ২০১৬
  • Link to this news (২৪ ঘন্টা)