আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার টেক্সাসের একটি পার্কে আয়োজিত কনসার্টে এক বন্দুকবাজের হামলায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে রাউন্ড রকের ওল্ড সেটেলার্স পার্কে দাস প্রথার অবসান উপলক্ষে বার্ষিক উৎসব উদযাপনের সময় এ হামলার ঘটনা ঘটে।রাউন্ড রকের পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ২ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ৬ জনকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।কনসার্টে দুটি গোষ্ঠীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে ওই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারে অনুসন্ধান চলছে। সন্দেহভাজন ওই হামলাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য বা তার খোঁজ দেওয়ার জন্য ৫ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেছে রাউন্ড রক পুলিশ। ১৫ জুন আরও একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে আমেরিকায়। দেশটির মিশিগান শহরের একটি ওয়াটার পার্কে এলোপাথাড়ি গুলিতে অন্তত ৯ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে দুই শিশু ও তাদের মা'ও রয়েছে। এই শিশুদের একজনের বয়স চার এবং আরেকজনের বয়স ৮ বছর। ওকল্যান্ড কাউন্টির পুলিশ মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় শনিবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রচেস্টার হিলসের ব্রুকল্যান্ড প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে গাড়ি থেকে নেমেই ওই বন্দুকবাজ একটি নাইন মিলিমিটার সেমিঅটোমেটিক পিস্তল থেকে প্রায় ৩০টি গুলি ছোড়ে। এতে ৯ জন গুলিবিদ্ধ হন।মাথায় গুলিবিদ্ধ আট বছর বয়সী একজন ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া পেটে ও পায়ে গুলি লাগায় ওই শিশুর মা-ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে তার চার বছর বয়সী ভাই পায়ে ক্ষত নিয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এদিকে এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত যায় মার্কিন পুলিশ। তবে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া। ধারণা করা হচ্ছে সে নিজেই গুলি করে আত্মহত্যা করেছে। ওই হামলাকারীর নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি মার্কিন পুলিশ। তবে তার বয়স ৪২ বছর। সে একজন শ্বেতাঙ্গ মার্কিন নাগরিক।