Igor Stimac: খারাপ পারফরম্যান্সের জেরে ছাঁটাই ভারতের কোচ ইগর স্টিমাচ...
আজকাল | ১৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ছাঁটাই ইগর স্টিম্যাচ। ভারতীয় ফুটবল দলের কোচকে সরিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সোমবার একটি বিবৃতিতে এমন জানানো হয়েছে। এদিন একটি ভার্চুয়াল মিটিংয়ে বেসেছিলেন ফেডারেশনের সিনিয়র কর্তারা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক পরিচালনা করেন ফেডারেশনের সহ সভাপতি এনএ হ্যারিস। ছিলেন এম সত্যনারায়ণ, আইএম বিজয়ন, ক্লাইম্যাক্স লরেন্স, মেনলা এথেনপা এবং অনিলকুমার প্রভাকরণ। ভারত বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে না যেতে পারার জন্যই ছাঁটাই করা হল স্টিমাচকে। ক্রোয়েশিয়ান কোচকে এই সিদ্ধান্ত জানানোর দায়িত্ব দেওয়া হয় অস্থায়ী সচিব সত্যনারায়ণকে। প্রসঙ্গত, আগে স্টিমাচ জানিয়েছিলেন, বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে উঠতে না পারলে, তিনি নিজেই ইস্তফা দেবেন। কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও নিজে থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেননি তিনি। শেষপর্যন্ত স্টিমাচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হল ফেডারেশনকেই। ইতিমধ্যেই তাঁকে বরখাস্ত করার চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। ২০১৯ সালে তাঁকে কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু পাঁচ বছরে ভারতীয় ফুটবলের উল্লেখযোগ্য উন্নতি করতে পারেননি। ইন্টারকন্টিনেন্টাল কাপ, ত্রিদেশীয় কাপ এবং সাফ কাপ (দুবার) ছাড়া কোনও সাফল্য নেই। এবার এশিয়ান কাপে গোলের খাতাই খুলতে পারেনি ভারত। কুয়েত ম্যাচের আগে লম্বা জাতীয় শিবির সত্ত্বেও ব্যর্থ দল। ফেডারেশন স্টিমাচের স্বেচ্ছায় সরে যাওয়ার অপেক্ষা করছিল। সেক্ষেত্রে তাঁকে চুক্তির বিশাল অঙ্ক ক্ষতিপূরণ হিসেবে দিতে হত না। কিন্তু ক্রোয়েশিয়ান কোচ নাছোড়বান্দা। শেষপর্যন্ত তাঁকে সরিয়ে দিতেই বাধ্য হল ফেডারেশন।