Team India: বার্বাডোজে পৌঁছেই বিচ ভলিবলে মাতলেন কোহলি, রিঙ্কুরা
আজকাল | ১৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বার্বাডোজে পৌঁছেই ক্যারিয়ান মেজাজে বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়ারা। সমুদ্র সৈকতে ক্যামেরাবন্দি হলেন ভারতীয় তারকারা। আপাতত ক্রিকেট থেকে বিশ্রাম। বিচ ভলিবল খেলতে দেখে গেল ভারতীয় দলের তারকাদের। বিরাট, রিঙ্কুদের ফুরফুরে মেজাজে পাওয়া যায়। সারা গায়ে বালি। পরনে শর্টস। খোশমেজাজে কাটালেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা। বৃষ্টির জন্য ফ্লোরিডায় ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভেস্তে যায়। পরের দিনই সরাসরি বার্বাডোজে চলে যায় ভারতীয় দল। ঠিক সমুদ্রের ধারেই টিম ইন্ডিয়ার হোটেল। সামনের সমুদ্র সৈকতে কোহলিদের বিচ ভলিবল খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। সেখান থেকেই ছবি ভাইরাল হয়ে যায়। নিজেদের মধ্যে হাসিঠাট্টা করতে দেখা যায় বিরাট, হার্দিক, রিঙ্কুদের। ছিলেন যশস্বী জয়েসওয়াল, শিবম দুবে, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল সহ অন্যান্যরাও। এখনও পর্যন্ত তিন ম্যাচে তিনটিই জিতেছেন রোহিতরা। তাই ফুরফুরে মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা। ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার। ২২ তারিখ বাংলাদেশের মুখোমুখি। ২৪ জুন রোহিতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।