East Bengal: কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল
আজকাল | ১৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগান, মহমেডান আগেই শুরু করে দিয়েছে। সোমবার থেকে মাঠে নেমে পড়ল ইস্টবেঙ্গলও। কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিল লাল হলুদ ব্রিগেড। সোমবার সকালে যুবভারতীর প্র্যাকটিস মাঠে দলবল নিয়ে নেমে পড়লেন জুনিয়র দলের কোচ বিনো জর্জ। হাতে আর বেশি সময় নেই। ২৫ জুন থেকে শুরু হবে কলকাতা লিগ। ২৮ জুন প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের। তার ঠিক ১০ দিন আগে প্রস্তুতিতে নেমে পড়ল লাল হলুদের জুনিয়র ব্রিগেড। প্রথম দিনের অনুশীলনে একাধিক ফুটবলার হাজির ছিলেন না। সেই তালিকায় ছিলেন বিষ্ণু, অমন, সায়নরা। ইদের জন্য কয়েকজনকে ছুটি দেওয়া হয়েছে। ছুটিতে সায়ন ব্যানার্জিও। এবারও কলকাতা লিগের পাশাপাশি চলবে ডুরান্ড কাপ। তাই দুটো দল তৈরি রাখতে হবে বিনো জর্জকে। উল্লেখযোগ্যদের মধ্যে প্রথম দিনের অনুশীলনে ছিলেন মনোতোষ চাকলাদার, বিজয় মুর্মু, সুব্রত মুর্মুরা। এছাড়াও সোমবার বেশ কয়েকজন ফুটবলারকে ট্রায়ালে ডাকা হয়েছে। এদিন বিনো জর্জের তত্ত্বাবধানে ঘণ্টা দেড়েক ট্রেনিং চলে। আগেরবার একটুর জন্য কলকাতা লিগ হাতছাড়া হয়েছে। এবার কোনওভাবেই কোনও গাফিলতি চান না লাল হলুদ কোচ। আক্রমনাত্মক ফুটবল খেলার ইঙ্গিত দিলেন। বিনো জর্জ বলেন, 'আমাদের হাতিয়ার আক্রমনাত্মক ফুটবল। লিগে কঠিন গ্রুপ পড়লেও আমরা ভাল খেলার বিষয়ে আশাবাদী। ছেলেদের ওপর আমার ভরসা আছে। পাঁচ গোল খেলে আমাদের দশ গোল দেওয়ার ক্ষমতা এবং মানসিকতা থাকতে হবে।' মরশুমের শুরুতেই হুঙ্কার দিয়ে রাখলেন কুয়াদ্রাতের সহকারী।