• Neeraj Chopra: চোট সারিয়ে অলিম্পিকের প্রস্তুতিতে ফিরছেন নীরজ
    আজকাল | ১৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চোট সারিয়ে আবার অলিম্পিকের প্রস্তুতিতে ফিরছেন নীরজ চোপড়া। মঙ্গলবার ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে আবার ট্র্যাকে নামবেন ভারতের সোনার ছেলে। ম্যাক্স দেহনিং নীরজের প্রধান প্রতিপক্ষ। ৯০ মিটার ক্লাবের কনিষ্ঠতম সদস্য এই জার্মান জ্যাভলিন থ্রোয়ার। এখনও এই মাইলস্টোন ছুঁতে পারেননি নীরজ। তাই বলা বাহুল্য, প্রত্যাবর্তনের টুর্নামেন্টে চ্যালেঞ্জের মুখে পড়বেন অলিম্পিকের সোনাজয়ী। প্যারিসেও নীরজের কঠিন প্রতিপক্ষ ম্যাক্স। থাকবেন স্থানীয় ফেভারিট অলিভার হেল্যান্ডারও। ২০২২ সালে একবার নীরজকে হারান তিনি। ৮৯.৩০ মিটার বর্শা ছুড়ে রূপো পান ভারতীয় তারকা। তখন সেটাই তাঁর ব্যক্তিগত সেরা ছিল। তবে ডায়মন্ড লিগে নিজেকেই ছাপিয়ে যান নীরজ। স্টকহোম লেগে ৮৯.৩০ মিটার ছোড়েন। উরুর পেশিতে চোটের জন্য গত মাসে অস্ট্রাভা গোল্ডেন স্পাইক থেকে নাম প্রত্যাহার করে নেন নীরজ। মে মাসেই দোহা ডায়মন্ড লিগে মরশুম শুরু করেছিলেন তিনি। ৮৮.৩৬ মিটার বর্শা ছুড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। তারপর ভুবনেশ্বরে অনুষ্ঠিত ন্যাশনাল ফেডারেশন কাপে অংশ নেন। ৮২.২৭ মিটার থ্রোয়ে সোনা পান। পাভো নুরমি গেমসের পর ৭ জুলাই থেকে প্যারিসে ডায়মন্ড লিগে অংশ নেবেন। অলিম্পিকের আগে ঠাসা কর্মসূচি থেকে ব্রেক নেওয়ায় জন্যই পাচকুলায় জাতীয় আন্তঃরাজ্য আথলেটিক্স থেকে নাম তুলে নেন নীরজ। ফেডারেশন কাপের পরই তিনি জানিয়েছিলেন, ফিটনেসের ওপর নির্ভর করবে পরবর্তী প্রতিযোগিতার অংশ নেওয়া। 
  • Link to this news (আজকাল)