Train Accident: রেলমন্ত্রকের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন বিরোধী শিবিরের
আজকাল | ১৮ জুন ২০২৪
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি: নির্বাচনী প্রচার থেকে শুরু করে নানান রাজনৈতিক ও সরকারি অনুষ্ঠানে হাইস্পিড, বুলেট ট্রেন চালানোর স্বপ্ন ফেরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের ঝুঁকির যাত্রায় কেন ইতি টানা যাচ্ছে না, সেই প্রশ্ন উঠেছে। ওড়িশার বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনার পর ফের বাংলায় বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। ঘন ঘন রেল দুর্ঘটনার নেপথ্যে রেলমন্ত্রীর গাফিলতি এবং প্রচার সর্বস্ব হয়ে ওঠাকেই দায়ী করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। অবিলম্বে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে সামাজিক মাধ্যমে।দুর্ঘটনার খবর পাওয়ার পরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী শোকপ্রকাশ করেছেন। রাষ্ট্রপতি তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের দার্জিলিং এ রেল দুর্ঘটনার মৃত্যুর খবর খুবই মর্মান্তিক। স্বজন হারানো পরিবারগুলির জন্য সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং দ্রুত উদ্ধার ত্রাণকার্যের কামনা করি।’ রাহুল গান্ধী এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর খবর খুবই দুঃখজনক। স্বজন হারানো সমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভুক্তভোগী যাত্রীদের অবিলম্বে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া উচিত। উদ্ধারকার্যে কংগ্রেস কর্মীদের যোগদানের আহ্বান জানাই। গত ১০ বছরে রেল দুর্ঘটনা বেড়ে চলা মোদি সরকার অবহেলা এবং মিসম্যানেজমেন্টের ফল। এর কারণেই দৈনিক প্রাণহানি এবং যাত্রীদের সম্পত্তি নষ্ট হচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘আজ রেল দুর্ঘটনা বাস্তবিক হয়ে উঠেছে। দায়িত্ববান বিরোধী হিসেবে, আমরা এই অবহেলার বিরুদ্ধে সোচ্চার হব এবং এই দুর্ঘটনার জন্য মোদি সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলব।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর বিবৃতিতে বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত যাত্রীদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া উচিত।’ মোদি সরকারের রেলমন্ত্রকের সমালোচনা করে কংগ্রেস সভাপতি বলেছেন, ‘গত ১০ বছরে মোদি সরকারের রেলমন্ত্রকের ব্যাপক মিসম্যানেজমেন্ট হয়েছে। কীভাবে মোদি সরকার রেল মন্ত্রককে একটি ক্যামেরা চালিত এবং প্রচার সর্বস্ব প্লাটফর্মে পরিণত করেছে, আমরা তা তুলে ধরব। আমরা আমাদের প্রশ্ন এবং দাবিতে অনড় থাকব। ভারতীয় রেলের প্রতি এই অবহেলা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলব।’ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, ‘আবারও একটি রেল দুর্ঘটনা। মোদির মন্ত্রীদের ব্যর্থতার মূল্য দিতে হচ্ছে দেশের নাগারকিদের। প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা যেখানে সুনিশ্চিত করা যাচ্ছে না, সেখানে এখনও বুলেট ট্রেন এবং অন্যান্য ফ্যান্টাসি তুলে ধরা হচ্ছে। রেলমন্ত্রীকে এর জবাব দিতে হবে।’ আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে প্রশ্ন, কতদিন এভাবে রেল দুর্ঘটনা চলবে। একদিকে বুলেট ট্রেনের কথা বলা হচ্ছে, অন্যদিকে সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। বলা হচ্ছে, একই লাইনে দুটি ট্রেন এসে গিয়েছিল। সিগন্যাল ব্যবস্থায় কি কোনও সমস্যা ছিল নাকি কর্মীদের ভুল?’ অ্যান্টি কলিশন ডিভাইস এই ট্রেনে ছিল কিনা, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি আপের বক্তব্য, ‘যদি না হয়ে থাকে, তাহলে কবে লাগানো হবে, বিগত কয়েক বছর ধরে বলা কবচ ব্যবস্থার কী পরিস্থিতি? পুরো রেল ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর উচিত এই দুর্ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা।’