• Fire:‌ শো শেষ হতেই উত্তরপ্রদেশের প্রেক্ষাগ্রহে আগুন
    আজকাল | ১৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সিনেমা শেষ হতেই প্রেক্ষাগ্রহে অগ্নিকাণ্ড। আচমকা কালো ধোঁয়ায় ভরে উঠল চারদিক। আগুনে পুড়ে ঝলসে যেতে শুরু করে দর্শকাসন। রবিবার রাত ১১টায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি প্রেক্ষাগৃহে এই ঘটনা ঘটেছে। যদিও ঘটনায় হতাহতের খবর নেই বলে দমকল সূত্রে জানা গেছে। প্রেক্ষাগৃহের কর্মীরা জানিয়েছেন, রবিবার রাতে হল থেকে শেষ শো দেখে বেড়িয়ে গিয়েছিলেন দর্শকেরা। কর্মীরাও তখন সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে ছিলেন। সিনেমা শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে তাঁরা লক্ষ্য করেন যে, হল কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। সিনেমা হলের ভিতরে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের ছয়টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আসে পুলিশও। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকল ও পুলিশের। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় হলের ক্ষয়ক্ষতি হয়েছে।
  • Link to this news (আজকাল)