• BJP: ‌চার কেন্দ্রে উপনির্বাচন, ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির ...
    আজকাল | ১৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলার চার কেন্দ্রে হবে উপনির্বাচন। বিজেপি চার কেন্দ্রের জন্য প্রকাশ করেছে প্রার্থীতালিকা। মানিকতলায় প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে। বাগদায় প্রার্থী করা হয়েছে বিনয়কুমার বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস। মানসকুমার ঘোষকে রায়গঞ্জ কেন্দ্রে জন্য টিকিট দেওয়া হয়েছে। এদিন প্রার্থী ঘোষণার পর ৪০ জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, তাপস রায়, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। তারকা প্রচারকের তালিকায় রয়েছেন সাংসদরাও।প্রসঙ্গত, চার কেন্দ্রে উপনির্বাচন হবে ১০ জুলাই। ১৩ জুলাই ফলপ্রকাশ। 
  • Link to this news (আজকাল)