• New Born Baby: সদ্যোজাত শিশু‌‌কন্যার আওয়াজে ঘুম ভাঙল স্থানীয়দের, ব্যাপারটা কী?‌ ...
    আজকাল | ১৮ জুন ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ ভোররাতে শিশুর কান্নার আওয়াজে ঘুম ভাঙ চুঁচুড়া লেনিন নগরের বাসিন্দাদের। আওয়াজ আসছে কোথা থেকে? সংলগ্ন এলাকার পরিত্যক্ত ডোবার পাশে গিয়ে চোখ কপালে ওঠে বাসিন্দাদের। দেখা যায় কান্নার শব্দ আসছে প্লাস্টিকে মোড়া পড়ে থাকা কিছু একটা থেকে। প্লাস্টিক খুলে দেখা যায় সদ্যোজাত শিশুকন্যাকে। ইদের সকালে পরিত্যক্ত ডোবার পাশে প্লাস্টিক জড়ানো সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনায় হইচই পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সঙ্গে সঙ্গেই ওই শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে পরিত্যক্ত ডোবা সংলগ্ন এলাকার বাসিন্দারা কান্নার আওয়াজ শুনতে পান। অনেকেই প্রথমে ভাবেন হয়ত বেড়ালের বাচ্চা ডাকছে। তবুও কৌতুহল হয়। ডোবার কাছে গিয়ে খোঁজাখুঁজি করতেই ঘাস পাতার আড়াল থেকে বেরিয়ে আসে প্লাস্টিকে মোড়া একটা কিছু। কান্নার শব্দ আসছিল ওই প্যাকেট থেকেই। প্লাস্টিক খুলতেই সদ্যোজাত কন্যা সন্তানের দেখা মেলে। স্থানীয়রা তড়িঘড়ি কন্যা সন্তানকে তুলে নিয়ে আসেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ভর্তি করা হয় শিশু বিভাগে। আপাতত সেখানেই চিকিৎসাধীন। তবে ভাল আছে সদ্যোজাত। তবে কে বা কারা ওখানে ফেলে দিয়ে গেছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘‌যে দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের একাধিক সাংসদ, বিধায়ক মহিলা। হুগলি চুঁচুড়া পুরসভা এবং সংলগ্ন একাধিক গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ সদস্য মহিলা। কেন্দ্র থেকে রাজ্য সরকার উভয়েই মহিলা সুরক্ষা এবং অগ্রগতি নিয়ে বিশেষ উদ্যোগী। এসেছে একাধিক প্রকল্প। রাজ্য সরকারের কন্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি প্রকল্পে মহিলাদের বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় সেনাবাহিনী থেকে নাসা, চাঁদে পাড়ি দেওয়া অথবা কর্পোরেট জগৎ সর্বত্রই মহিলাদের সাফল্য নজির গড়েছে। তবুও শুধুমাত্র কন্যা সন্তান বলে তাকে ফেলে যাওয়া হল পরিতক্ত জায়গায়!’‌‌ এই ঘটনা তাঁকে খুবই অবাক করেছে। এই ঘটনা যে করে থাকুক, খুবই অন্যায় হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)