আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নবম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু। সোমবার ঘর থেকে উদ্ধার হয়েছে পড়ুয়ার ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, ওই পড়ুয়ার নাম সাগ্নিক নস্কর (১৪)। বারুইপুরের দত্ত পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল সে। বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী। মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা। পরিবার সূত্রে খবর, ওই ছাত্র দিনভর মজে থাকত মোবাইল গেমে। বাবা–মা তা নিয়ে বকাবকিও করেছেন। এদিন সকালে সাগ্নিকের ঘর থেকে সাড়া না পাওয়ায় দরজা ভাঙা হয়। উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।