Padatik Express: অল্পের জন্য রক্ষা পেল পদাতিক এক্সপ্রেস
আজকাল | ১৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: অল্পের জন্য রক্ষা পেল পদাতিক এক্সপ্রেস। সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। জানা গেছে দুর্ঘটনার সময় খুব কাছেই ছিল পদাতিক এক্সপ্রেস। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল ট্রেনটি। কাঞ্চনজঙ্ঘায় দুর্ঘটনার খবর পেতেই দ্রুত মাঝপথে থামানো হয় পদাতিককে। অল্পের জন্য আরও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পদাতিক। জানা গেছে যে সময় দুর্ঘটনা ঘটেছে ঠিক সেই সময় কাছেই ছিল শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী পদাতিক এক্সপ্রেসও। কাঞ্চনজঙ্ঘার খবর পৌঁছতেই থামিয়ে দেওয়া হয় পদাতিক এক্সপ্রেসকে। রেলের মতে, ঠিক সময়ে পদাতিককে থামিয়ে না দেওয়া হলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।