• কাঞ্চনজঙ্ঘায় চেপে কাজে পৌঁছল হল না শঙ্করবাবুর! কান্নায় ভারী ফুলবাগান...
    ২৪ ঘন্টা | ১৮ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত সরকারি ভাবে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্য়ে কলকাতার এক বাসিন্দাও রয়েছেন। জানা গিয়েছে, মৃতের নাম শঙ্কর মোহন দাস, বয়স ৬২। ফুলবাগান থানা এলাকার ৭৪/২ জি, ক্যানেল সার্কুলার রোডে তাঁর বাড়ি। উনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।  ট্রেন দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন শঙ্কর মোহন দাস। দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, রবিবার সকাল ৫টা নাগাদ কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। সোমবার সকালেই মৃত্যুর খবর আসে বাড়িতে। এরপরই শঙ্কর মোহন দাসের মৃতদেহ আনতে উত্তরবঙ্গের পথে রওনা দেন পরিবারের সদস্যরা। 

    মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভরা সংসার শঙ্কর মোহন দাসের। তাঁর মৃত্য়ুতে কার্যত ভেঙে পড়েছেন সকলে। ইতিমধ্যেই রেলের তরফে মৃতদের পরিবারের ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।  
  • Link to this news (২৪ ঘন্টা)